কিয়ামতের দিন আল্লাহ তাআলা বান্দার প্রতি ঐ মায়ের চেয়েও বেশি দয়াশীল হবেন, যে মা সন্তানের জন্য শীতল ছায়ায় জমিনে বিছানা বিছিয়ে দেয়। নিজ হাতে তা ঝেড়ে দেয়। যেন তাতে কাঁটা থাকলে আগে তার হাতে বিঁধে। দংশনকারী কিছু থাকলে আগে তাকে দংশন করে।
– মুসান্নাফে ইবনে আবি শাইবাহ: ৩৫৬৭২।
কিয়ামতের দিন আল্লাহ তাআলা বান্দার প্রতি ঐ মায়ের চেয়েও বেশি দয়াশীল হবেন
28
Mar